#সতর্কতা_মুলক_পোস্ট
আজকে আমাকে এই নাম্বার থেকে কল দিয়ে বলে, আমি বিকাশ অফিস থেকে ফোন করেছি।
আপনার বিকাশ একাউন্টে তথ্যে কিছু ভুল থাকার কারনে আপনার একাউন্ট বন্ধ করে দেয়া হল। ভুল টা নাকি ক্যাশব্যাক এ টিক দেয়া নাই।। আমার ক্যাশব্যাকে ১৭৫০০ টাকা জমা আছে। এই টাকা সহ নেয়ার জন্য + একাউন্ট ঠিক করার জন্য আমাকে ১৬২৪৭ থেকে কল করা হবে। কলটি রিসিভ করতে বলা হয়।। পরে লোকটা ফোন কেটে দিয়ে +১২১ এবং পরে +১৬২৪৭ থেকে ফোন করে। কিন্তু আমি জানতাম যে ১৬২৪৭ এর আগে + হবে না। তাই কল রিসিভ করিনি।
বিনোদন : উনি প্রথম বার যখন ফোন দেয় তখন কথার শেষ পর্যায়ে শুনি পাশ থেকে গরু ডাকছে ।
তখন বুঝতে পারি যে লোকটা বাটপার। তার আগে একটুকুও বুঝতে পারিনি। তারপর সে ফোন কেটে দিয়ে প্রথমে +১২১ পরে +১৬২৪৭ থেকে ফোন দেয়। কাহিনী বুঝতে পেরে আমি ফোন রিসিভ করিনি। পরে সে আবার রবি নাম্বারটা থেকে ফোন দিয়ে বলে আপনাকে হেল্পলাইন থেকে ফোন দেয়া হচ্ছে কিন্তু আপনি কল রিসিভ করছেন না কেন? তখন আমি বলি ভাই আপনি কি বিকাশ অফিস থেকে ফোন দিয়েছেন? উনি বলে হ্যা। তখন আমি বলি, ভাই আপনি অফিসে যে গরু পালেন ওগুলা দেশি নাকি ইন্ডিয়ান।
ওগুলা বার্মা বলে সে ফোন কেটে দেয়।
সৌজন্য ঃ Muhammad Prince Mridha